‘আমার সবুজ আঁচল’ অ্যালবামে ১০ শিল্পী


প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৮ জুন ২০১৪

প্রকাশিত হয়েছে মিশ্র অ্যালবাম ‘আমার সবুজ আঁচল’। অ্যালবামে স্থান পেয়েছে বাংলাদেশের প্রখ্যাত দশ শিল্পীর গান। শিল্পীরা হলেন- সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, সুবীর নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, ফাহমিদা নবী, সাদেকা বোরহান ও রাজীব।

মাহবুব আহমেদের কথায় সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন গোলাম সারোয়ার। অ্যালবামটিতে প্রাধান্য পেয়েছে দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। নতুন অ্যালবাম ‘আমার সবুজ আঁচল’ প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস অডিও ভিশন।

গীতিকার মাহবুব বলেন, ‘অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বলতে পারেন দেশের প্রতি ভালবাসা আর দায়বদ্ধতা থেকে এই অ্যালবামের প্রয়াস।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।