বাজারে আসছে কোকাকোলা দুধ


প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৭ নভেম্বর ২০১৪

বিশ্বের বৃহত্তম পানীয় সংস্থা কোকাকোলা আনতে চলেছে ডেইরি পণ্য। বাজারে সাধারণ দুধের থেকে দ্বিগুণ মূল্যে বিক্রি হবে কোকোকোলার `হাই প্রোটিন` দুধ।

প্রশ্ন উঠছে, অতিরিক্ত মূল্য দিয়ে নতুন কী পাওয়া যাবে কোকোকোলার দুধে? কোকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্যান্ডি ডগলাস এক বিনিয়োগকারী সম্মলনে জানান, "৫০ শতাংশ বেশি প্রোটিন থাকবে। ৩০ শতাংশ বেশি ক্যালসিয়াম থাকবে। এছাড়াও সাধারণ দুধের থেকে ৩০ শতাংশ কম শর্করা ও ল্যাকটস মুক্ত দুধ উপহার দিতে পারব আমরা।"

কবে বাজারে কোকোকোলার নতুন প্রোডাক্ট পাওয়া যাবে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি স্যান্ডি ডগলাস।

সম্প্রতি কোক কোম্পানি লড়াই চালাচ্ছে তাদের বিভিন্ন ঠান্ডা পানীয়কে আরও বেশি উপযোগী করে তুলতে।  শর্করার ভাগ কমানো হয়েছে তাদের বিভিন্ন জুস ও সোডা প্রোডাক্টে। তবে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নতুন দুধের প্রোডাক্ট বিকল্প দিশা দেখাবে বলে মনে করছে কোকাকোলা কোম্পানি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।