আবের অন্ত্যেষ্টিক্রিয়া ২৭ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৩ জুলাই ২০২২

জাপান সরকার আগামী ২৭ সেপ্টেম্বর আততায়ির গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করবে। এতে বিশ্ব নেতারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জাপানের রাজধানী টোকিওর নিপ্পন বুডোকানে এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করা হবে। নিপ্পন বুডোকান দেশটির একটি বিশাল ইনডোর মিলনায়তন, যেখানে বড় বড় কনসার্ট ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন আবে। তার এ রেকর্ড ও বিদেশী নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া প্রাপ্তির জন্য যথার্থ।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের আমন্ত্রণ জানাবো। তাছাড়া, যেসব দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেসব দেশকেও এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা নগরীতে বক্তৃতাকালে আততায়ির গুলিতে প্রাণ হারান আবে। তাকে হত্যার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি আইনি হেফাজতে রয়েছেন।

সূত্র: এএফপি

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।