এক্সিম ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
এক্সিম ব্যাংকের “বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী র্যাসডিসন হোটেলে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সম্মেলনে সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং নতুন বছরের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া সভাপতিত্ত্বে ব্যাংকের সব শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও আঞ্চলিক প্রধানগণ এতে অংশ নেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, মো. নুরুল আমিন ফারুক, মেজর অব. খন্দকার নুরুল আফসার, লেফটেন্যান্ট কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক, মোহাম্মদ ওমর ফারুক ভূইয়া, আব্দুল্লাহ আল জহীর স্বপনসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বিগত দিনের ধারাবাহিকতায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় সন্তোষ প্রকাশ করে শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা, সততা ও উদ্দীপনার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় হায়দার আলী মিয়া গত বছরে ব্যাংকের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং শাখা ব্যবস্থাপকদের পক্ষ থেকে বক্তব্যের প্রেক্ষিতে নতুন বছরে কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এসআই/এএইচ