বানের পানিতে ভেসে গেলো স্কুলবাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ জুলাই ২০২২

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, বানের পানির স্রোতে ভেসে গেছে একটি স্কুলবাস।

ওই স্কুলবাসটি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পুরো রাস্তায় পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক গতিতে গাড়ি চালানো সম্ভব হচ্ছিল না। চালক গাড়ি সামনে নেওয়ার চেষ্টা করলেই এটি পানির স্রোতে ভেসে যায়। বাসটি পাশের একটি খাদে উল্টে পড়ে যায়।

চামপাওয়াত জেলার তানাকপুরের এই ঘটনা দেখে সবাই যেন আতকে উঠেছেন। তবে স্বস্তির বিষয় হলো, দুর্ঘটনার সময় ওই বাসে কোনো শিক্ষার্থী ছিল না। এক কর্মকর্তা জানান, ওই গাড়ির চালক এবং তার সহযোগীকে নিরাপদেই সরিয়ে নেওয়া হয়েছে।

তানাকপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) হিমানসু কাফালতিয়া বলেন, আজ সকালে একটি স্কুলবাস বানের পানিতে ভেসে গেছে। তার মতে, এই ঘটনার জন্য চালকই দায়ী। তিনি বলছেন, স্কুলবাস ভেসে যাওয়ার মতো বানের পানি একটা তীব্র ছিল না।

একদিন আগেই দেশটির মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি যাত্রিবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

আগরা-মুম্বই হাইওয়ে ধরে ইনদোর থেকে পুনে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি।

পুলিশ জানিয়েছে, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।