মুক্তিপণ না পেয়ে দুই শিশুকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই স্কুলছাত্রকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এরা হলো পাশ্ববর্তী ঢাকার ধামরাই উপজেলার চর চৌহাট এলাকার আবু বক্করের ছেলে ইমরান (১১) ও দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (১১)। নিহতরা স্থানীয় ব্র্যাক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এএফএম সায়েদ জানান, গত বুধবার দুপরে ওই দুই স্কুলছাত্র মির্জাপুরের হারিয়া গ্রামে ব্র্যাক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান শেষে তারা আর বাড়ি ফিরে আসেনি। পরে গতকাল মুঠোফোনে তাদের স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, স্থানীয়রা মির্জাপুর উপজেলার হারিয়া এলাকার একটি লেবু বাগানে শিশু দুটির লাশ দেখতে পায়। পরে তারা থানায় জানালে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে দুটি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।

আহমেদ রাসেল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।