সিরিয়ার শান্তি আলোচনা আবারো অনিশ্চয়তায়
জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সিরিয়ার শান্তি আলোচনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার প্রতিনিধিদের পাঠানোর ঘোষণা দিলেও শর্ত পূরণ না হলে বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছেন বিদ্রোহীদের একাংশের নেতারা। ফলে আজ (২৯ জানুয়ারি, শুক্রবার) থেকে জেনেভায় শুরু হতে যাওয়া সিরিয়া শান্তি আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত মাসে সৌদি আরবে গঠিত হয় সিরিয়া বিরোধী গোষ্ঠীগুলোর হাই নেগোসিয়েশনস কমিটি (এইচএনসি)। বৃহস্পতিবার এর মুখপাত্র সালেম আল-মুসলাত বলেছেন, বিরোধীরা আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে আন্তরিক। তবে এ জন্য কিছু শর্ত মানতে হবে। শর্তের মধ্যে রয়েছে বিমান হামলা বন্ধ করা, অবরোধ প্রত্যাহার এবং বন্দিদের মুক্তি।
অন্যদিকে ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান অবিযোগ করেছেন, সিরিয়ার সরকার ও বিরোধীদের সংলাপে নতুন মুখোশের আড়ালে সন্ত্রাসীদের পাঠানোর চেষ্টা করছে সৌদি আরব। সৌদি আরবের এ প্রচেষ্টার কঠোর বিরোধিতা করবে ইরান।
শান্তি আলোচনায় যোগ দেওয়া না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এইচএনসি বৃহস্পতিবার তৃতীয় দিনের জন্য বৈঠক করে। ওই বৈঠক থেকে শান্তি আলোচনায় তাদেরকেই বিরোধীদের একমাত্র প্রতিনিধি করা হবে কি না, তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে আলোচনায় ডাক পাওয়া অন্য বিরোধীদের বিষয়েও জানতে চেয়ে জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিসতুরাকে চিঠি দেয় এইচএনসি।
আরএস