শিনজো আবের নিরাপত্তায় ত্রুটি ছিল, স্বীকার করলো জাপানের পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১০ জুলাই ২০২২

জাপানের দক্ষিণাঞ্চলের শহর নারায় নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ঘাতকের গুলিতে প্রাণ হারান ৬৭ বছর বয়সী শিনজো আবে। শুক্রবার (৮ জুলাই) সকালে ঘটে এ হামলার ঘটনা। আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তায় ঘাটতি ছিল বলে স্বীকার করলো দেশটির পুলিশ।

নারার পুলিশপ্রধান তোমোয়াকি ওনিজুকা বলেন, ‘নিরাপত্তায় যে সমস্যা ছিল, তা অস্বীকার করা যাবে না,’।

শিনজো আবের এ হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক জাপানের মানুষ।

এদিকে, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবের মৃত্যু স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটির পার্টির (এলডিপি) জয়ের ব্যবধান বাড়বে বলেই মনে করা হচ্ছে। ভোট শুরু হয় সকাল ৭টার দিকে।

এর আগে পুলিশ জানায়, ৪১ বছর বয়সী তেতসুয়া ইমাগামী। ক্ষোভ থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

শিনজো আবে বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন না। কিন্তু জাপানে তিনি বড় এক ব্যক্তিত্বের নাম, ক্ষমতাধর একজন মানুষ। গত তিন দশকের মধ্যে তাকেই জাপানের সবচেয়ে খ্যাতিমান রাজনীতিবিদও বলা হয়।

সূত্র: বিবিসি

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।