বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পরে যদি সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে বিষয়টিকে ধর্ষণের আওতায় ফেলা যাবে না। একটি মামলায় এমনই রায় দিলো ভারতের কেরালার হাই কোর্ট।
জানা গেছে, রাজ্যটিতে শুক্রবার (৯ জুলাই) একটি মামলার শুনানি ছিল। এক আইনজীবীর বিরুদ্ধে তার প্রেমিকা অভিযোগ, দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিলেন তিনি। কিন্তু সম্পর্ক বছর চারেক গড়ানোর পরে বিয়ে করতে অসম্মত হন ওই আইনজীবী। পেশায় ওই নারীও আইনজীবী। এই পরিস্থিতিতেই আদালতের অভিযোগ দায়ের করেন তিনি।
বিচারপতি বেচু কুরিয়ান থমাস জামিন দিয়েছেন ওই অভিযুক্ত আইনজীবী নবনীত নাথকে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, যদি দু’জন নারী-পুরুষের মধ্যে পারস্পরিক সম্মতিতে যৌনতা হয় ও পরে সেই সম্পর্ক বিয়েতে পরিণতি না পায় তাহলে ধর্ষণের অভিযোগ আনা যাবে না।
সেই সঙ্গে আদালত আরও জানায়, একজন নারী ও পুরুষের মধ্যে যৌন সম্পর্ককে কখনোই ধর্ষণ বলা যায় না, যদি না তা একজনের অসম্মতিতে হয়ে থাকে অথবা বলপূর্বক কিংবা কোনো প্রতারণা করা হয়ে থাকে। সেই সঙ্গে বিচারপতি পরিষ্কার করে দেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে তখনই ধর্ষণ বলা যাবে যখন এর সঙ্গে প্রতারণা জড়িয়ে থাকবে।
জানা গিয়েছে, সহকর্মী আইনজীবীর সঙ্গে প্রায় চার বছর ধরে শারীরিক সম্পর্ক হয়েছিল ওই ব্যক্তির। কিন্তু এরপর তিনি অন্য এক নারীকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতিতে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপরই শুক্রবার এই রায় দিলো সেখানের হাই কোর্ট।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
এমএসএম/জেআইএম