বিএসইসি কমিশনার আরিফ খানের পদত্যাগ


প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করছেন। তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণ উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সম্পর্কে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, আরিফ খান দীর্ঘদিন ধরে মাথার সমস্যাসহ নানা অসুস্থতায় ভুগছেন। তিনি বিদেশ থেকে একাধিকবার চিকিৎসা করিয়ে এসেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি কাজ করতে পারবেন না উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন যা প্রক্রিয়াধীন।

এবিষয়ে আরিফ খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, আরিফ খানের পদত্যাগপত্র মন্ত্রণালয় গ্রহণ করেছে। ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হতে পারে।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।