চীনের ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে, চাপে টেসলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৬ জুলাই ২০২২
ছবি: সংগৃহীত

 

ইলেকট্রিক গাড়ি বিক্রির ক্ষেত্রে বিশ্বজুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ইলন মাস্কের কোম্পানি টেসলা। তবে করোনা মহামারিতে সরবরাহ সংকট ও চীনের কঠোর নীতির কারণে সম্প্রতি কোম্পানিটির বিক্রি কমেছে। এরমধ্যে কোম্পানিটির ওপর নতুনভাবে চাপ বাড়াচ্ছে চীনের অটো নির্মাতা কোম্পানি বিওয়াইডি। কারণ চলতি বছরে প্রথম ছয় মাসে তাদের বিক্রি বেড়েছে উল্লখযোগ্য সংখ্যক। বুধবার (৬ জুলাই) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চীনের কোম্পানিটি ২০২২ সালের প্রথম ছয় মাসে ছয় লাখ ৪১ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে। এতে ইলেকট্রিক গাড়ির বিক্রির ক্ষেত্রে কোম্পানিটি বিশ্বে শীর্ষে উঠে এসেছে।

জানা গেছে, এসময়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের টেসলার চেয়ে ভালো অবস্থানে রয়েছে চীনের কোম্পানিটি। কারণ প্রথম ছয় মাসে টেসলা বিক্রি করেছে পাঁচ লাখ ৬৪ হাজার ইলেকট্রিক গাড়ি।

গত মাসে চীনের কোম্পানিটি টেসলার কাছে ব্যাটারি সরবরাহের পরিকল্পনা ঘোষণা করে। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালের রাজস্বের সাত দশমিক ২৯ শতাংশ এসেছে রিচার্জেবল ব্যাটারি ও ফটোভোলটাইক সেল বিক্রি করে।

এদিকে চলমান অর্থনৈতিক স্থবিরতার মধ্যে চরম বিপাকে পড়েছে মাস্কের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা। নতুন কারখানায় বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি, সরবরাহ সংকট ও করোনার লকডাউন এর অন্যতম কারণ। এমন পরিস্থিতিতে কোম্পানিটির দেউলিয়া হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাস্ক।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।