শিক্ষা বঞ্চিত শিশু শরণার্থীদের নিয়ে মালালার উদ্বেগ


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গৃহহীন কয়েক লাখ শিশুর শিক্ষা বঞ্চিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী ও শান্তিতে কনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই। সিরিয়ান শরণার্থী শিশুদের শিক্ষার জন্য অধিক উদ্যোগ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

মালালা দাতব্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় গৃহহীন হয়ে পড়া ৪০ লাখ শিশুর অর্ধেকেরও বেশি বর্তমানে স্কুলে যেতে পারছে না। পাকিস্তানের এই মানবাধিকার কর্মী আশঙ্কা প্রকাশ করে বলেন, সিরিয়ায় এ প্রজন্মের শিশুরা ধ্বংসের মুখোমুখি হচ্ছে।

syria-children২০১১ সালে তালেবান জঙ্গিরা মালালার ওপর হামলা চালায়। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। বর্তমানে নোবেলজয়ী মালালা বিশ্বব্যাপী শিক্ষার প্রসারে কাজ করছেন। সিরিয়ায় কয়েক বছর ধরে চলমান সংঘাতে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া প্রাণহানি ঘটেছে আড়াই লাখেরও বেশি মানুষের। দেশটিতে গৃহহীন হয়ে পড়াদের মধ্যে অর্ধেকরও বেশি শিশু রয়েছে। এসব শিশু শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মালালা। একই সঙ্গে সচেতনতা তৈরির জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

মালালা দাতব্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে সিরিয়ার শরণার্থী শিশুদের শিক্ষা সামগ্রী, প্রতিষ্ঠান ও শিক্ষকের ব্যয়ভার প্রয়োজনের চেয়ে মাত্র ৩৭ শতাংশ আন্তর্জাতিক সংস্থাগুলো দিচ্ছে। শিক্ষা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকা এসব শিশুর জন্য জরুরি ভিত্তিতে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।