যুবাদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

শুরু হয়ে গেছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশের চারটি শহরের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ ক্রিকেট। চট্টগ্রামের দুটি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা।

অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না যুব ক্রিকেটাররা। অনুর্ধ্ব-১৯ দলের অপারেশন্স ম্যানেজার সাজ্জাদ আহমেদ বলেন, ‘আপনারা ঠিকই শুনেছেন। আমরা ক্রিকেটারদের বলেছি, বিশ্বকাপ চলাকালে মোবাইল ব্যবহার না করতে।’

কেন এই নিষেধাজ্ঞা? জানতে চাইলে জুনিয়র দলের নির্বাচক কমিটির এই সদস্য বলেন, ‘আসলে আমরা চাই তাদেরকে রিল্যাক্স রাখতে। এ কারণেই এই সিদ্ধান্ত নেয়। যদি তারা ফোন ব্যবহার করে, তাহলে অপরিচিত নাম্বার থেকে, বন্ধু-বান্ধবের কাছ থেকে কিংবা পরিবার-আত্মীয় স্বজনের কাছ থেকে ফোন আসবে। এতে করে তাদের মনসংযোগে ব্যাঘাত ঘটবে। তাদের ওপর চাপ সৃষ্টি হবে। এ কারণেই মূলতঃ আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’

তবে, মোবাইল ফোন ব্যবহার করতে না পারলেও মেহেদী হাসান মিরাজরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। এ বিষযে ছাড় পাচ্ছেন তারা। সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য মোবাইল সেট সঙ্গে রাখতে পারবেন তারা। এ বিষয়ে সাজ্জাদ আহমেদ বলেন, ‘আমরা তাদেরকে বলেছি, তাদের মোবাইলকে ফ্লাইট মুডে রাখতে। সুতরাং, তারা কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছে। হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবার ব্যবহার করতে পারছে। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।