কাশিমপুরে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নাসির মিয়া (৫৫)। তিনি ঢাকার কেরাণীগঞ্জের দক্ষিণ হাসনাবাদ এলাকার রমজান আলীর ছেলে।

কারাগার পাট-২ এর জেলার নাশির উদ্দিন জানান, বুধবার দুপুর ১২টার দিকে নাসির মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি নাসির মিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বছরে ১৩ নভেম্বর এ কারাগারে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আরএমও আব্দুস সালাম সরকার জানান, নাসির মিয়াকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।