নায়করাজকে সংবর্ধনা দিচ্ছে চলচ্চিত্র গ্রাহক সংস্থা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

যাত্রার ৬০ বছর পার করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প। একইসঙ্গে ৬০ বছর পূর্তি হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থারও। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করতে যাচ্ছে বর্ণিল এক অনুষ্ঠানের। আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় এফডিসির জহির রায়হান কালারল্যাব অডিটরিয়ামে সেটি অনুষ্ঠিত হবে।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে দেশের ১০ জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হবে। তাদের মধ্যে সংবর্ধনা নিবেন নায়করাজ রাজ্জাক। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবেও দায়িত্ব পালন করবেন। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রেজা লতিফ।

রাজ্জাকের পাশাপাশি ‘তোমাদের কর্ম রবে চিরদিন’ শিরোনামে এই সংবর্ধনা প্রাপ্ত অন্যরা হলেন প্রবীন প্রযোজক ইফতেখারুল আলম, আবদুল মহিত, এ কে এম জাহাঙ্গীর খান, প্রবীন চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী, পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, ড. মাহফুজুর রহমান ও শাকিব খান।

এ প্রসঙ্গে সমিতির সভাপতি রেজা লতিফ বলেন, ‌‘চলচ্চিত্রের ৬০ বছরে অনেক গুণী মানুষের শ্রম, মেধা জড়িয়ে আছে। অসংখ্য মানুষের অবদান নিয়েই আজকের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। সেইসব মানুষদের সম্মান জানানোর ক্ষুদ্র একটি প্রয়াস করেছি আমরা।’

তিনি জানালেন, সমিতির কার্যালয়ে তাদের প্রত্যেকের বড় পোর্ট্রেট ছবি আজীবনের জন্য আনুষ্ঠানিকভাবে লাগানো হবে। সেইসঙ্গে ৬০ বছরে চলচ্চিত্রে অবদান রেখেছেন এমন প্রয়াত ব্যক্তিত্বদের ছবিও আজীবন লাগানো হচ্ছে। তাদের মধ্যে আবদুল জব্বার খান, খান আতাউর রহমান, এহতেশাম, জহির রায়হান, সাধন রায়, ফজলুল হক, আহমদ জামান চৌধুরী, সুমিতা দেবী, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন চৌধুরী, বশির হোসেন, কিউ এম জামান প্রমূখ উল্লেখযোগ্য।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।