আমিরাতে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, চাকরি হারাতে পারে লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৭ জুন ২০২২

বিশ্বজুড়ে প্রযুক্তির আধিপত্য দেখা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে সংকুচিত হচ্ছে কর্মসংস্থান। আগামী ১০ বছরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৪০ শতাংশ চাকরি প্রযুক্তির দখলে যাবে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সোমবার (২৭ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের শ্রমবাজার ম্যাগাজিনে গবেষণাটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে কর্ম ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দ্রুত গতিতে বাড়বে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির তিনটিখাতে সবচেয়ে বেশি পরিবর্তন আসবে। সেগুলো হলো অফিস ও প্রশাসনে, বিক্রি-খুচরা ব্যবসায় ও নির্মাণসহ উৎপাদনখাতে।

তাছাড়া কিছু চাকরি রয়েছে যেখানের প্রায় পুরোটাই প্রযুক্তির দখলে যাবে। সেগুলো হলো অনলাইন পেমেন্টের কারণে ক্যাশিয়ারে, মানুষ এখন অনলাইনে টিকিট বুকিং দিচ্ছে, তাই ট্র্যাভেল সংস্থায়ও ব্যাপক পরিবর্তন আসবে। রান্নার কার্যক্রমেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে টেক্সটাইলেও কর্মীর প্রয়োজন প্রায় ফুরিয়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, কোম্পানিগুলো ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়াচ্ছে। তাই এসময়ে এক লাখ ১৪ হাজার মানুষ কর্মসংস্থান হারাতে পারে।

দেশটির প্রায় ৪৩ শতাংশ কোম্পানি জানিয়েছে, উন্নত প্রযুক্তির ব্যবহার করে কর্মী সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।