থানায় ইঁদুরের উপদ্রব, তাড়াতে মার্জার-বাহিনী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৭ জুন ২০২২
ছবি: সংগৃহীত

বিপদের যেন আরেক নাম ইঁদুর। পুলিশ স্টেশনের ভেতরে বেড়েছে ইঁদুরের উপদ্রব। তাই তাদের হাত থেকে বাঁচতে বিড়াল-বাহিনী মোতায়েন জরুরি। ভারতের বেঙ্গালুরু শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্ণাটকের গৌরীবিদানুর গ্রামীণ পুলিশ স্টেশনে ইঁদুর তাড়াতে এ অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে।

গৌরীবিদানুর পুলিশ স্টেশনটি ২০১৪ সালে প্রতিষ্ঠা হয়। পুলিশ বলছে, এই স্টেশনে ইঁদুরের দৌরাত্ম্যে টেকা দায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে ইঁদুর। অনেক চেষ্টা করেও এই বিপদ থেকে রেহাই পান না পুলিশ সদস্যরা। তাই ইঁদুর তাড়াতে পুলিশ স্টেশনেই দুটি বিড়াল পোষা হচ্ছে।

গৌরীবিদানুর থানার সাব-ইনস্পেক্টর বিজয় কুমার জানান, স্টেশনের কাছে জলাশয় রয়েছে। সেই কারণেই স্টেশনের ভেতরে ইঁদুরের সংখ্যা বেশি। প্রথমে একটি বিড়াল পোষার পর ইঁদুরের উপদ্রব বেশ খানিকটা কমে যায়। এরপর আরও একটি বিড়াল পোষা হচ্ছে। বিড়ালগুলো এখন পর্যন্ত তিনটি ইঁদুর মেরেছে।

কর্ণাটকের অনেক দপ্তরই প্রতি বছর ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে প্রচুর অর্থ ব্যয় করে। সরকারি তথ্য বলছে, ২০১০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এই খাতে প্রায় ২০ লাখ রুপি খরচ করে রাজ্য সরকার।

সূত্র: আনন্দবাজার

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।