মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবি, ১৩ লাশ উদ্ধার


প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহোরের একটি সৈকত থেকে ১৩টি লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সকালে জোহোরের পূর্বাঞ্চলীয় উপকূলের কোটা টিনগ্গির কাছে বন্দর পেনাওয়ার এলাকায় লাশগুলো পায় পুলিশ।

সাগরে ভেসে আসা এসব লাশ ইন্দোনেশীয় নাগরিকদের বলে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সূত্রে জানা গেছে। এদিকে ডুবে যাওয়া নৌকাটির খোঁজে মঙ্গলবার মালয়েশীয় কর্তৃপক্ষ একটি তল্লাশি অভিযান শুরু করেছে।

নৌকাটিতে ৩৫ জন যাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। জেলা পুলিশের প্রধান রহমত ওসমান জানিয়েছেন, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে মালয়েশিয়ার দিকে আসছিল।

এদিকে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেছে। উদ্ধার হওয়া লাশগুলোতে ইন্দোনেশীয় পরিচয়পত্র পাওয়া গেছে বলে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির সে দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।