৫ বছরের ভিসা দেবে ভারত


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৬ নভেম্বর ২০১৪

সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ৩ থেকে ৫ বছরের বিজনেস ভিসা দেবে ভারত। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
মোদি বলেন, আমি বিশ্বাস করি সার্কভুক্ত দেশগুলো একে অপরের সঙ্গে মিলে চললে এ অঞ্চলের জনগণের জন্য উজ্জল ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।
 
ভবিষ্যতে যে ভারতের স্বপ্ন দেখেন তা পুরো সার্ক অঞ্চলের জন্যও দেখে থাকেন উল্লেখ করে মোদি তার বক্তৃতায় বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের বিপুল পরিমাণ বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। আমি মনে করি এটি ঠিক নয়, এমনকি এমনটি হওয়া টেকসইও নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।