পাকিস্তানে ৪ পোলিওকর্মীকে হত্যা


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৬ নভেম্বর ২০১৪

পাকিস্তানের কোয়েটায় বুধবার সকালে বন্দুকধারীদের হামলায় চার পোলিওকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই নারী।

পুলিশ জানায়, বন্দুকধারীরা পোলিওকর্মীদের একটি দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে চারজন নিহত ও তিনজন আহত হয়। হতাহতদের কোয়েটা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দুকধারীরা মোটরসাইকেলে চড়ে আসে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। পুলিশ ও সীমান্তরক্ষীরা তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। কোনো দল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তানের ১১টি জেলায় চলতি মাসের প্রথম দিকে পোলিও টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এবারের কর্মসূচিতে পাঁচ বছরের কম বয়সী দুই লাখ ৩৮ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।

দেশটির ইসলামপন্থী সংগঠনগুলো এ টিকাদান কর্মসূচিকে সন্দেহের চোখে দেখে। এ কর্মসূচির মাধ্যমে পশ্চিমারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ তাদের। - ডননিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।