বিমানে বোমা প্রজাতন্ত্র দিবসের উপহার!


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে কাঠমান্ডুগামী জেট এয়ারওয়েজের একটি বিমানে বোমা আতঙ্কে তল্লাশি চালানো হয়েছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে উড্ডয়নের আগে দিল্লি পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করেন। তিনি বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিমানটিতে বোমা উপহার হিসেবে রাখা আছে। এরপর বিমানটিতে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের পর দিল্লি পুলিশের কাছে একটি ফোন কল আসে। এ সময় ওই বিমানের ১৮ নম্বর সিটে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উপহার রাখা আছে বলে অজ্ঞাত ব্যক্তি জানান। ওই ফোন কলের পর ১০৪ যাত্রী ও সাত ক্রুকে নামিয়ে বিমানে তল্লাশি চালানো হয়।

এয়ারওয়েজ কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ তিন দিনের সফরে ভারতে রয়েছেন। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

এর আগে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলা চালানোর হুমকি দেয়। রোববার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আইএসের হয়ে বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জেএমবি ভারতে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। গত কয়েকদিন ধরে দেশজুড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে আইএসের প্রতি সহানুভূতিশীল ১৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।