বরিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

বরিশালে ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মাহমুদুর রহমান।

পরে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ড. মাহমুদুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

মেলায় অনলাইনে জমির পর্চা, ই-সেবা, মোবাইল ব্যাংকিং, আউট সোর্সিং, মাল্টিমিডিয়া ক্লাশ রুম বিষয়ক ৩০টি স্টল স্থান পেয়েছে। আগামী ২৭ জানুয়ারি মেলা শেষ হবে। তিনদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।