কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রচণ্ড শীতে ঘাটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

Madarepur

বিআইডব্লিউটিএ, বিআডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, রোববার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। বিকন বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুঘর্টনা এড়াতে ভোর ৫টার দিকে এ রুটের সকল ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ পদ্মায় ৬টি ফেরিসহ এ রুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয়। এ সময় দুই শতাধিক যানবাহন কাওড়াকান্দি ঘাটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহান। সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল শুরু হয়। তবে নদীতে এখনো কুয়াশা  থাকায় ফেরিগুলো সতর্কতার সঙ্গে চলাচল করছে।

নাসিরুল হক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।