আইএস ধ্বংসে আফগান প্রেসিডেন্টের অঙ্গীকার


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ধ্বংস করে দেয়া হবে বলে অঙ্গীকার করেছেন। দেশটিতে প্রায়ই আইএস ও সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনার মাঝে তিনি এ অঙ্গীকার করেছেন।
 
সুইজারল্যান্ডের দাভোসে বিসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গনি বলেন, আইএস আফগানিস্তানের বিষয় নয়। তাদের নৃশংসতা মানুষকে ক্ষেপিয়ে তুলেছে। আফগানরা এখন প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ। আইএস ভুল মানুষের সঙ্গে লড়াই করছে।  

আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে আইএস। এতে ব্যাপক প্রাণহানিও ঘটছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আফগানিস্তানে আইএস-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আফগান প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা একটি জটিল ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করছি, এটি অস্বীকার করার উপায় নেই।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।