তামিমের বিদায়, আনামুলের তৃতীয় অর্ধশতক


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৬ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬৩ বলে ৪০ রান করে সাজ ঘরে তামিম এবং ১০৬ বলে ৭৬ রান নিয়ে  ব্যাট করছেন এনামুল হক। এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩৯ রান।

ব্যাট করছেন এনামুল হক (৭১) ও মুমিনুল হক (৯)।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

জিম্বাবুয়ে দল :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), মারুমা, হ্যামিল্টন মাসাসাদজা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, পিজে মুর, পানিয়াঙ্গারা, এন মাডজিভা, এসএফ মিরে ও কামোঞ্জোজি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।