বোকা লোকের হিসাব


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

বোকা লোকের হিসাব
এক ভদ্রলোক নির্বাচনে দাঁড়ালেন। তিনি ভোটে হারার পর-
জনতা : আচ্ছা দাদা, আপনি কত ভোট পেয়েছেন?
ভদ্রলোক : তিনশ’ এক ভোট।
জনতা : আপনি তো জানতেন যে কিছুতেই জিততে পারবেন না। তাহলে দাঁড়ালেন কেন?
ভদ্রলোক : আমি ভোটে জেতার জন্য তো দাঁড়াইনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম এই শহরে কতজন বোকা আছে। তার একটা হিসাব নিলাম।

****

হাসতে হাসতে গড়াগড়ি
আমেরিকার এক নেতা গেছেন আফ্রিকার এক জঙ্গলে। সেখানকার মানুষ ইংরেজি বোঝে না। তারপরও নেতা সবার সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। সঙ্গে রইল একজন দোভাষী। বক্তব্য শেষ, লোকজন কিছু বলে না। তাই নেতা ঠিক করলেন, একটা কৌতুক বলে সবাইকে মজা দেবেন। টানা ১০ মিনিট ধরে একটা কৌতুক বললেন তিনি। দোভাষী সেটা মাত্র চার শব্দে সবার কাছে বর্ণনা করলেন। বর্ণনা শেষ হতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি! ভীষণ অবাক হয়ে নেতা দোভাষীর কাছে জানতে চাইলেন, ‘মাত্র চার শব্দে কৌতুকটা শুনিয়ে দিলেন, আর সবাই সেটা বুঝল?’ দোভাষীর জবাব, ‘গল্পটা এত লম্বা ছিল যে, সবাইকে বললাম, তিনি একটা কৌতুক বলেছেন, সবাই হাসুন!’
 
****

বেচারার করুণ হাল
চীনা ভাষা জানে এমন একজনকে খুঁজে বের করলেন নাজমুদ্দিন সাহেব। বললেন, ‘আমাকে সাহায্য করুন। অনেক কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি।’ লোকটি বললেন, ‘আমাকে কেন খুঁজছিলেন, বলুন তো?’
নাজমুদ্দিন : আমার এক চীনা বন্ধু ছিল, নাম তার চিং হোয়াই। ওর আর আমার দীর্ঘদিনের বন্ধুত্ব হলেও আমি চীনা ভাষা জানি না। চিং হোয়াইও চীনা ভাষা ছাড়া আর কোনো ভাষা জানে না। কয়েক মাস আগে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল চিং। ওর সঙ্গে দেখা করতে গিয়ে দেখি, বেচারার করুণ হাল। নাকে-মুখে অক্সিজেনের নল লাগানো। আমাকে কাছে পেয়েই ও কাতর হয়ে উঠল, বলল, ‘লি কায় ওয়াং কি গুয়ান’, বলতে বলতেই বেচারা শেষ নিশ্বাস ত্যাগ করল। এদিকে আমি তো চীনা ভাষা জানি না। বন্ধুর শেষ কথার অর্থ উদ্ধার করতে আমি দিনের পর দিন ঘুরে বেড়িয়েছি। এখন আপনিই আমাকে এই মনোকষ্ট থেকে উদ্ধার করতে পারেন। বলুন, এর অর্থ কী?

কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন চীনা ভাষা অনুবাদকারী, এর অর্থ হলো, ‘অক্সিজেনের নলটার ওপর থেকে সরে দাঁড়াও!’

****

রেস্টুরেন্টে নেতা
রেস্টুরেন্টে নেতার খাওয়া শেষ হলে তাঁর কাছে এগিয়ে এল রেস্টুরেন্টের শেফ।
শেফ : আলু-মাংসের তরকারিটা কেমন লেগেছে আপনার?
নেতা : কীভাবে বলি! ওই তরকারিতে ছিল আলুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর মাংস ছিল দুর্বল বিরোধী দলের মতো।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।