ছবিতে তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি প্রদেশে প্রবল তুষার ঝড় হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ ঝড়ে দেশটির পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়েছে। জন-জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনসহ অন্তত ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড় আগামী ৩৬ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
তবে এবারের তুষার ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেখুন তুষার ঝড়ের ছবি...
এসআইএস/আরআইপি