টি-টোয়েন্টিতে সেরা দশে সাকিব


প্রকাশিত: ১১:৩৬ এএম, ২২ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ অন্যোন্য এক রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন ক্যারিয়ারের পঞ্চাশতম উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সেরা দশ বোলারের তালিকায় ঢুকলেন এই তারকা।

এদিন চার ওভার বল করে ১টি উইকেট নেন সাকিব। সিকান্দার রাজাকে বলে ফ্লাইটে বোকা বানিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০তম উইকেট তুলে নেন তিনি। ৪২ ম্যাচ খেলে প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক অতিক্রম করেন সাকিব।

সাকিবের সামনের তিনটি নামই পাকিস্তানের। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৯০ ম্যাচে ৯১ উইকেট নিয়ে প্রথম অবস্থানে রয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ৮৫ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন সাঈদ আজমল ও উমর গুল।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।