পোড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে আগুন লাগার এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার সকাল ১০টার দিকে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত ঘটে।
এর আগে গত বৃহস্পতিবার পোড়াবস্তি উচ্ছেদ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে এ অগ্নিকাণ্ড ঘটলো। স্থানীয়দের অভিযোগ, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বস্তিতে আগুন লাগিয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতিকুল আলম জাগো নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
জেইউ/এআরএস/পিআর