জঙ্গি সংশ্লিষ্টতা : ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর


প্রকাশিত: ১০:২১ এএম, ২০ জানুয়ারি ২০১৬

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর। দেশটিতে মোট ২৭ জন বাংলাদেশিকে সম্প্রতি আটক করা হয়। খবর স্ট্রেইট টাইমসের

এক প্রতিবেদনে তারা লিখেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেফতার ওই বাংলাদেশিদের মধ্যে ২৬ জনকে ফেরত পাঠিয়ে তাদের কর্মকাণ্ডের বিষয়ে সরকারকে অবহিত করেছে সিঙ্গাপুর। অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা খাটা শেষ হলে বাকি একজনকেও ফেরত পাঠানো হবে।    

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়ে, এই বাংলাদেশিদের সবাই পুরুষ। সবাই সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন।  

গত নভেম্বরের মাঝামাঝি থেকে ১ ডিসেম্বরের মধ্যে ওই ২৭ জনকে গ্রেফতার করা হলেও সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে বিস্তারিত জানায়।  

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে দেখা গেছে- গ্রেফতাররা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেওয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।