মোশাররফের মন্ত্রী পদ কেন অবৈধ নয়, রুল জারি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মন্ত্রী পদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী ৩ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে মোশাররফ হোসেন যে কোম্পানির সঙ্গে যুক্ত, তাঁর এজিএম, অডিট রিপোর্ট ও কার্যপ্রণালির নথি দাখিল করতে বলেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।