‘অশনি’র প্রভাবে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম
ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদরা আগেই সতর্ক করেছিলেন যে, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে ‘অশনি’। এমনটাই হয়েছে। অনেকটাই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। আগামী ২৪ ঘণ্টায় এটি একটি নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড় উপকূলে আসলেও মাটিতে সেটি আছড়ে পড়বে না বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তারা বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হবে, উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
এটি আগামী কয়েক ঘণ্টায় সম্ভবত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে। এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে মাছিলিপত্তনম, নরসাপুর, ইয়ানাম, কাকিনাদা, টুনি এবং বিশাখাপত্তনম উপকূল বরাবর অগ্রসর হবে। বুধবার সন্ধ্যায় তা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছালে এটি উত্তর-পূর্ব দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালের মধ্যে ‘অশনি’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।
টিটিএন/এএসএম