চট্টগ্রামে দুইজনের ফাঁসির আদেশ


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে মনসুর আহমদ খান (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক মো. এনাম চৌধুরী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, হেশাম উদ্দীন ও শহীদ।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চন্দনাইশের মধ্যম বাইনজুরি এলাকায় মনসুর আহমদ খান নামের এক ব্যক্তিকে ২০১০ সালের ৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে নিজ উঠানেই হত্যা করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি শহীদ নিজে ছুরি দিয়ে মনসুরকে মাথায় আঘাত করে। আরেক আসামি হেশাম উদ্দিন মনসুরের বুকে ছুরি দিয়ে আঘাত করে। বাকি ছয় আসামি মনসুরকে লাঠিপেটা করেছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান জানান, এ ঘটনার পরদিন মনসুরের ভাই হারেছ আহমদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আদালত বিচার শুরু করে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

জীবন মুছা/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।