জার্মানিতে যৌন নির্যাতন : আলজেরীয় নাগরিক গ্রেফতার


প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

জার্মানির কোলন শহরে নববর্ষের রাতে যৌন হামলার ঘটনায় একজন আলজেরীয় আশ্রয়প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রথমবারের মতো কাউকে গ্রেফতার করা হলো।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্পেন শহরের একটি শরণার্থী আশ্রয় কেন্দ্র থেকে ২৬ বছর বয়সী ওই তরুণকে গ্রেফতার করা হয়। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে একজন নারীকে হয়রানি এবং তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে।

এ সময় চুরির অভিযোগে আরো একজন আলজেরীয়কে গ্রেফতার করা হয়। কোলনের নববর্ষের রাতের ঘটনায় আট শতাধিক অভিযোগ পেয়েছে পুলিশ। এদের মধ্যে ৪৯৭জন নারী যৌন হামলার অভিযোগ এনেছেন।

পুলিশ বলছে, সেদিন রাতে ৭৬৬টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে তিনজনকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার পর জার্মানিতে শরণার্থী বিরোধী মনোভাব বাড়ছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।