জিম্বাবুয়েও খুঁজছে সেরা কম্বিনেশন
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই ব্যাকফুটে চলে গেছে জিম্বাবুয়ে। সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। দলের প্রধান কোচও জানালেন একই কথা। শেষ দুই ম্যাচ জিতে সমতায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে জয়ের চেয়ে বাংলাদেশের মত সেরা কম্বিনেশন খোঁজাই তার মূল লক্ষ্য বলে জানান জিম্বাবুয়ের অস্ট্রেলিয়ান কোচ।
সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের অনুশীলন শেষে হোয়াইটমোর বলেন, ‘আপনারা জয় পরাজয়ের কথা বলছেন; কিন্তু আমাদের লক্ষ্য আলাদা, আমরা বাংলাদেশের মতই শেষ কাজ করছি। নিঃসন্দেহে তারা খুব ভালো কিছু খেলোয়াড় পেয়েছে। আমরা এখন আমাদের সেরা কম্বিনেশন খুঁজছি। কিভাবে খেললে জয় পাওয়া যায়, এটাই এখন মূল লক্ষ্য।’
তবে সেরা কম্বিনেশনের পাশাপাশি নিজেদের ভিন্ন লক্ষ্যের কথাও জানান তিনি। এ প্রসঙ্গে হোয়াটমোর বলেন, ‘শেষ দুই ম্যাচ জিততে চাই। গতবার যেভাবে আমরা করেছিলাম।’
বাংলাদেশ দলের শেষ দুই ম্যাচে বেশ কিছু পরিবর্তন থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন জিম্বাবুইয়ান কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ অসাধারণ বোলার। আশাকরি তার ইনজুরি গুরুতর কিছু নয়। সে খুব নবীন। আমি শুনেছি তারা (বাংলাদেশ) আরও কিছু পরিবর্তন এনেছে। এটা ভালো; কিন্তু আপনি জানেন আমাদের চিন্তায় শুধু একটা জিনিসই রয়েছে, যা আমরা পূর্ণ করতে চাই।’
নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা দলে না থাকার কারণ জানতে চাইলে হোয়াটমোর জানান, বিশ্রাম দিতেই তাকে একাদশ থেকে বাইরে রাখা হয়েছে। গত বছর থেকেই চিগুম্বুরা টানা ক্রিকেট খেলে চলেছেন বলে জানান তিনি।
আরটি/আইএইচএস/পিআর