খাদে মদের ট্রাক : হরিলুট গ্রামবাসীর


প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

ভারতের গুজরাট প্রদেশে মদের বোতল ভর্তি এক ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। আর এ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে ওই এলাকায়। মদের ট্রাক উল্টে খাদে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে। গ্রামের লোকজন ছুটে এসে কয়েক মিনিটের মধ্যেই হরিলুট করে নিয়ে যায় সব মদের বোতল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুজরাটের বানসকান্থা জেলার ধনেরার সমরওয়াদা গ্রাম। মদের বোতল বোঝাই একটি গাড়ি উল্টে যায় এই গ্রামের কাছেই। পুলিশের আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় গ্রামের লোকজন। শুরু হয়ে যায় লুটপাট। যে যত পারে মদ আর বিয়ারের বোতল নিয়ে ছুটতে থাকে।

bear-gujrat
পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে সব শেষ। দুর্ঘটনায় যে কয়েকটি বোতল ভেঙে গেছে, শুধু পড়ে রয়েছে সে কয়টিই। এছাড়া দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালকও পালিয়েছে।

ভারতের মরুরাজ্য খ্যাত গুজরাটে মদ্যপান এবং বিক্রি নিষিদ্ধ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।