কৃষক পরিবার থেকে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা কৃষকের সন্তান বলে জানিয়েছেন তিনি নিজেই। সোমবার দুপুরে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মিরকামারিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটিতে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমি খুব শিঘ্রই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। তবে মন পড়ে থাকবে বাংলাদেশে। কারণ এদেশের কৃষকরা আমার বন্ধু, তারা নতুন ভাবনা নিয়ে কাজ করেন। আমি কৃষকের সন্তান, ঈশ্বরদীর কৃষকদের মত আমার বাবাও সব সময় নতুন ভাবনা নিয়ে কাজ করতেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত সোমবার সকালে একটি হেলিকপ্টারে ঈশ্বরদীতে আসেন। তিনি ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও জাতীয় ডাল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি বক্তারপুর গ্রামে কৃষক আমজাদ হোসেনের বিটি বেগুন ক্ষেত পরিদর্শন করেন।
এছাড়া তিনি মিরকামারিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত ঈশ্বরদীর বিভিন্ন গ্রামের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য দেখেন এবং মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এসময় কৃষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।