৬২ জনের হাতে ৩৬০ কোটি মানুষের সম্পদ


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

অতিদরিদ্র ৩৬০ কোটি মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে তা মাত্র ৬২ জন শীর্ষ ধনী ব্যক্তির সম্পদের চেয়েও কম। অর্থাৎ বিশ্বের ৯৯ শতাংশ জনগোষ্ঠীর সম্পদ মাত্র ১ শতাংশ জনগণের কাছে রয়েছে।

রোববার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে এ প্রতিবেদন প্রকাশ করেছে অক্সফাম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ধনী ও দরিদ্রদের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়েছে। বিশ্বের জনসংখ্যা ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত ৪০ কোটি বৃদ্ধি পেয়েছে। এরপরও ৫০ শতাংশ দরিদ্রতম মানুষের সম্পদ ৪১ শতাংশ কমেছে। আর এই সময়ে ৬২ জন অতি ধনীর সম্পদ ৫০০ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এদিকে দাভোসে জড়ো হতে যাওয়া নেতাদের বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে অক্সফাম।

সূত্র: বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্ট।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।