সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৩ এপ্রিল ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭৫৮৫ জন
চলতি বছর সৌদি আরব এবং এর বাইরের ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ পালন করতে পারবেন এবার সেটি নিশ্চিত করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি ১ লাখ ৫১ জন হজ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন হজ পালনের সুযোগ পাবেন। তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে হজ পালনের সুযোগ পাবেন ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী হজপালনের সুযোগ পাবেন।

পাম অয়েল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা
ভোজ্যতেলের সংকট সৃষ্টি হওয়ায় বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এবার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (২২ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে জোকো উইদোদোর সরকার। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে তেলের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি আগামী ২৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে।

আফগানিস্তানে ফের মসজিদে হামলা, নিহত ৩৩
আফগানিস্তানের কুন্দুজে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) হামলার এ ঘটনা ঘটে। তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুইদিনে পরপর দুটি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো দেশটিতে।

বিদেশি শিক্ষার্থী-চাকরিপ্রত্যাশীদের কানাডায় বসবাসের নতুন সুযোগ
অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি উচ্চশিক্ষিত ও দক্ষ চাকরিপ্রত্যাশীদের জন্য বাড়তি সুবিধা ঘোষণা করেছে কানাডা সরকার। আগামী জুলাই মাসের শুরুর দিকে কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (সিইসি), ফেডারেল স্কিলড ওয়ার্কার (এফডব্লিউসি) ও ফেডারেল স্কিলড ট্রেড (এফএসটি) প্রার্থীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ড্র ফের শুরু করতে যাচ্ছে দেশটি। কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার ঘোষণা দিয়েছেন, যেসব বিদেশি গ্র্যাজুয়েটের অস্থায়ী বসবাসের মেয়াদ শেষের পথে, তারা আরও কিছুদিন কানাডায় থাকার সুযোগ পাবেন। এর ফলে এ ধরনের গ্র্যাজুয়েটরা কাজের অভিজ্ঞতা অর্জন চালিয়ে যেতে পারবেন এবং স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের আরও ভালো সুযোগ পাবেন।

ইসরায়েলের বাধার পরেও আল-আকসায় নামাজ পড়েছেন দেড় লাখ ফিলিস্তিনি
বরাবরের মতো এবারও রমজান মাসেও আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু ইসরায়েলের প্রতিরোধের মুখেও ভয় না পেয়ে ফিলিস্তিনিরা সেখানে প্রতিবাদ করে যাচ্ছেন। রমজানের তৃতীয় শুক্রবারে সব বাধা পেরিয়ে আল-আকসায় নামাজ আদায় করেছেন প্রায় দেড় লাখ মুসল্লি। জেরুজালেম ইসলামিক ওয়াকফ এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার ফজরের নামাজের পরপরই ওই মসজিদে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সে সময় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন।

জরুরি প্রয়োজনে শ্রীলঙ্কাকে সহায়তা দিতে প্রস্তুত চীন
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি কার্যত অচল হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে অতি কষ্টে দিন পার করছেন দেশটির সব শ্রেণি-পেশার মানুষ। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতেও চলছে আন্দোলন। এর মাঝে চীনের পক্ষ থেকে এলো অর্থ সহায়তার বার্তা। জরুরি প্রয়োজনে শ্রীলঙ্কাকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। দেশের পরিস্থিতি সম্পর্কে নতুন মন্ত্রিসভা নিয়ে ক্ষমতায় বসা দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে শুক্রবার (২২ এপ্রিল) কথা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে। এসময় চীনা প্রধানমন্ত্রী বলেছেন, শ্রীলঙ্কাকে স্থিতিশীল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জনে সহায়তা করতে গঠনমূলক ভূমিকা পালনে ইচ্ছুক চীন।

বিদেশ থেকে ১৪ কোটি রুপির উপহার নিয়েছিলেন ইমরান-বুশরা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি গত তিন বছরে বিভিন্ন দেশ থেকে ১১২টি মূল্যবান উপহার নিয়েছেন। এর মধ্যে ৫২টি উপহার নিতে একটি পয়সাও খরচ করেননি তারা। বাকিগুলোও পেয়েছেন নামমাত্র দামে। জানা গেছে, ইমরান-বুশরার পাওয়া উপহারগুলোর বাজারমূল্য পাকিস্তানি মুদ্রায় ১৪ কোটি ২০ লাখ রুপির বেশি হলেও এর জন্য তারা খরচ করেছেন মাত্র ৩ কোটি ৮০ লাখ রুপি।

শাহবাজের জোটে বাড়ছে বিরোধ, বাজছে ভাঙনের সুর
ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে টেনে নামানোয় শুরু থেকে কলকাঠি নেড়েছেন প্রবীণ রাজনীতিক মাওলানা ফজলুর রেহমান। সেই আন্দোলনে সফলও হয়েছেন তিনি। ভিন্ন মতাদর্শে বিশ্বাসী কয়েকটি দলকে জোটবদ্ধ করে ক্ষমতাচ্যুত করেন ইমরানকে। পরে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। কিন্তু এরপর থেকে ক্ষমতাসীন জোটে মতবিরোধ ক্রমেই বাড়ছে। শুরুতে সমস্যা ছিল মন্ত্রিত্ব নিয়ে, এখন নির্বাচনের দিনক্ষণ নিয়েও বেঁধেছে বিরোধ।

বাংলাদেশের জন্যই ভারতের পূর্ব সীমান্ত শান্তিপূর্ণ: রাজনাথ
বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী থাকার কারণে ভারতের পূর্ব সীমান্তে শান্তি রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারতের পশ্চিম প্রান্তে যে উত্তেজনা দেখা যায়, পূর্বে তার কোনো অস্তিত্ব নেই। কারণ, এদিকে বাংলাদেশ রয়েছে।

যুদ্ধ শুরুর পর যেভাবে বদলে গেছে রাশিয়া
মস্কোয় কোনো গোলা এসে পড়ে না। অন্য দেশের সৈন্যরা শহরটিকে অবরোধ করে নেই। ইউক্রেনের মানুষ যে ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে, তার ছিটেফোঁটাও মস্কোর লোকজনকে সহ্য করতে হচ্ছে না। সাদা চোখে প্রথম দেখলে মনে হবে, মস্কোর সব কিছুই স্বাভাবিক। নিত্যদিনের মতো রোজ গার্ডেন রিং সড়কে যানজট। পাতাল রেলস্টেশন থেকে পিলপিল করে বেরোচ্ছে লোক। কিন্তু বাস্তবে দুই মাস আগের তুলনায় এই শহরের কোনো কিছুই এখন আর স্বাভাবিক বলা যায় না। রাশিয়ায় স্বাভাবিক জীবন শেষ হয়ে গেছে ২৪ ফেব্রুয়ারি, যেদিন ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দিয়েছিলেন।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।