অশ্বিনকে সরিয়ে শীর্ষে ব্রড


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্ধর্ষ স্পেলের স্বীকৃতি পেলো স্টুয়ার্ট ব্রড। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে টেস্ট বোলিং র‌্যাংঙ্কিংয়ের এক নম্বর স্থানে জায়গা দখল করে নিলো ইংলিশ এই তারকা। এছাড়া ইংলিশ ব্যাটসম্যান জো রুট উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয় স্থানে।  

জোহানেসবার্গ টেস্টে প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপের এক থেকে ছয় নম্বর ব্যাটসম্যানকে একাই সাজঘরে ফেরান স্টুয়ার্ট ব্রড। তাও আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্বসেরা আমলা ডিভিলিয়ার্সদের নাস্তানাবুদ করে র্যাকঙ্কিংয়ের প্রথম স্থানে উঠে এসেছেন এই ইংলিশ পেসার। টেস্টের নম্বর ওয়ান পজিশনে স্টিভ হার্মিসনের পর তিনিই প্রথম ইংলিশ বোলার।

আর উইলিয়ামসন-ডি ভিলিয়ার্সকে টপকে ব্যাটিং এ সেরা দশের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন জো রুট। আর সেরা টেস্ট দলেও আসছে রদবদল। দক্ষিণ আফ্রিকার এক নম্বর জায়গাটায় এবারে যাবে ভারতের দখলে। গত বছর থেকে টেস্টে খুব খারাপ খেলার খেসারত এবারে দিতে হচ্ছে প্রোটিয়াদের।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।