দালাল সিন্ডিকেটের খপ্পরে জাবি ছাত্রদল কমিটি


প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি হচ্ছে- এমন আলোচনা এখন ক্যাম্পাসের সর্বত্র। আসন্ন কমিটিকে সামনে রেখে সরব হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নিজেদের সামর্থ জানান দিতে কেন্দ্র ঘোষিত মিটিং, মিছিলে নিয়মিত যোগদান করছেন। ফলে দীর্ঘদিন পরে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। নতুন কমিটিতে পদ পেতে যে যার সামর্থ মতো জোর লবিং শুরু করেছেন। ফলে জাবি ছাত্রদল এখন অনেকটাই চাঙ্গা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানের অনুসারীদের মধ্য থেকেই আসছে আগামী জাবি ছাত্রদলের নেতৃত্ব। খুব শিগগিরই ঘোষিত হতে যাচ্ছে নতুন কমিটি।

আর এ কমিটি হতে পারে ২১ সদস্য বিশিষ্ট। এই কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সোহেল রানা (ইতিহাস, ৩৭তম ব্যাচ), এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আহসান হাবিব (আন্তর্জাতিক সম্পর্ক, ৩৮তম ব্যাচ)। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন শেখ শাহনেওয়াজ শাহিন (প্রত্নতত্ত্ব, ৩৮তম ব্যাচ)। আর বদরুল আলম রাসেল (বাংলা, ৩৮তম ব্যাচ), ফাহিম উদ্দিন (প্রত্নতত্ত্ব, ৩৯তম ব্যাচ), আশরাফুল আলম সিদ্দিকী মানিক (প্রত্নতত্ত্ব, ৩৯তম ব্যাচ)।

এদিকে মিজানুর রহমান রনি (ইতিহাস, ৩৯তম ব্যাচ), মনিরুজ্জামান সাগর (বাংলা, ৪০তম ব্যাচ), রাশিদুল হক পিয়াসকে (সরকার ও রাজনীতি, ৪০তম ব্যাচ) যুগ্ম সাধারণ সম্পাদক করার চিন্তা করা হচ্ছে।

আর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শামীম হোসেনকে (ভূ-তত্ত্ব, ৪০তম ব্যাচ)। প্রচার ও দফতর সম্পাদক হিসেবে রয়েছেন যথাক্রমে অজিত চন্দ্র নন্দী (ফিন্যান্স ও ব্যাংকিং) ও সবুজ আহমেদ (ইংরেজি, ৪১তম ব্যাচ)।

এছাড়া সহসাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম পাপ্পু (ভূ-তত্ত্ব, ৪১তম ব্যাচ), সাদ্দাম হোসেন (ভূ-তত্ত্ব, ৪১তম ব্যাচ), আসাদ (ইংরেজি, ৪১তম ব্যাচ)। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে তুহিন (ভূ-তত্ত্ব, ৪১তম ব্যাচ), নুরুল হককে (পদার্থ, ৪১তম ব্যাচ), মেহেদী (ইতিহাস, ৪১তম ব্যাচ)। এছাড়া নাজমুল হাসান, আবু ফাহাদ, মাসুম মিয়াকে বিভিন্ন সম্পাদক পদে রাখা হয়েছে।

আর আসন্ন এই কমিটিকে ঠেকাতে উঠেপড়ে লেগেছে একটি দালাল সিন্ডিকেট। খন্দকার মুস্তাহিদুর রহমান ও শামসুল আলম সেলিমের নেতৃত্বে এই সিন্ডিকেটে রয়েছেন সাবেক জাবি ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক, সাবেক জাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, জিয়াউর রহমান জিয়া, গালিব ইমতিয়াজ নাহিদ, বর্তমান জাবি ছাত্রদল সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তারা জাবি ছাত্রদলের আসন্ন কমিটির সভাপতি পদপ্রার্থী নির্যাতিত ছাত্রদল নেতা সোহেল রানাকে গ্রেফতার করতে জাবি প্রশাসন ও জাবি ছাত্রলীগের সঙ্গে একটি মিটিং এর মাধ্যমে আর্থিক লেনদেন করেছেন। ঢাকার গুলশানে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই মিটিং এ উপস্থিত ছিলেন খন্দকার মুস্তাহিদুর রহমান, শামসুল আলম সেলিম, নাজমুল হাসান অভি, জিয়াউর রহমান জিয়া ও জাবি ছাত্রলীগের সিনিয়র নেতারা।

এ সম্পর্কে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, জাবি ছাত্রদলের কমিটি গঠনের কাজ চলছে। সরকারবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন ও যারা ত্যাগী তাদের দ্বারা কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ২১ এপ্রিল জাবি ছাত্রদলের ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।