ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ৫ কর্মীকে বহিষ্কার


প্রকাশিত: ০৬:০৬ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আনন্দ র্যালিতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলার ৫ ছাত্রলীগ কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জিএম সিরাজী মিজান, সৌরভ চন্দ্র দাস, খালিদ সিরাজ রকি, মাহাবুব আলম ও সাদ্দাম হোসেন সাদ্দামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

কার্যনির্বাহী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে হামলার ঘটনায় তারা জড়িত থাকার কারণে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কোনো কর্মী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

রবিউল এহসান রিপন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।