ড্রয়ের বৃত্তে বন্দী চেলসি


প্রকাশিত: ০৫:২২ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা চেলসি ফের ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। ওয়েস্ট ব্রুমের পর এবার শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে এভারটনের সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে গাস হিডিঙ্কের দল।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় চেলসি। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি হিডিঙ্কের দল। ফলে গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় ব্লুজরা।

তবে বিরতি থেকে ফিরেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে চেলসি। ম্যাচের ৫০ মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন স্বাগতিক অধিনায়ক জন টেরি। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে হিডিঙ্কের দল। ছয় মিনিট পর এভারটনের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন মিরালাস।

তবে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে চেলসির প্রত্যাবর্তনের গল্প লিখেন ডিয়েগো কস্তা ও সেস ফ্যাব্রেগাস। ৬৪তম মিনিটে ফ্যাব্রেগাসের বাড়ানো বল ধরে এভারটনের জালে বড় জড়ান কস্তা। দুই মিনিট পর ফ্যাব্রেগাস গোল করে চেলসিকে সমতায় ফেরান। খেলা ২-২ ড্রয়ের পথেই এগুচ্ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে রামিরো মৌরি গোল করে এভারটনকে এগিয়ে নিলে হারের শঙ্কায় পড়ে চেলসি। তবে অতিরিক্ত সময়ের আট মিনিটের মাথায় পোস্টের খুব কাছ থেকে দারুণ এক ব্যাকহিলে গোল করে চেলসিকে হারের লজ্জা থেকে উদ্ধারের পাশাপাশি নিজের আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন টেরি। এই ড্রয়ের ফলে ২২ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানেই রয়েছে চেলসি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।