তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এশিয়ান টিভির অনুষ্ঠানমালা


প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

আগামী সোমবার (১৮ জানুয়ারি) এশিয়ান টিভি এবং এশিয়ান রেডিও-৯০.৮ এফএম এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ওইদিন জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, চিপ হুইপ আ স ম ফিরোজ এমপি এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট জনাব আব্দুল মাতলুব আহমাদ।

এছাড়াও উপস্থিত থাকবেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ, সিআইপি, এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, এশিয়ান রেডিওর ব্যবস্থাপনা পরিচালক ও এশিয়ান টিভির বিক্রয় ও বিপনন পরিচালক মো. সাজ্জাদ হোসেন রশীদ, পরিচালক অনুষ্ঠান মো. মিনার রশীদ, এশিয়ান টিভির পরিচালক মো. জামিউল হোসেন জামির, মিসেস গুলশান আরা মিয়া, মিসেস রোকেয়া বেগম নাসিমা, মাহির আলী খান রাতুল, তাওফিক হোসেন খিজির, প্রধান উপদেষ্টা বার্তা মঞ্জুরুল ইসলাম ও এশিয়ান টিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

"

আরো উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনের তারকা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গান, নাচ, ফ্যাশন শো, কৌতুক, যাদু পরিবেশনা, ফায়ার স্পিনিংসহ আরো আয়োজন। অনুষ্ঠানের আকর্ষণীয় অংশে থাকছে র‌্যাফেল ড্র, পুরস্কার হিসেবে থাকছে গাড়ি, ফ্রিজ, টেলিভিশনসহ ৫০টি পুরস্কার।অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও ৯০.৮ এফ এম-এ।

এশিয়ান টিভি পথ চলার তিন বছরে নাটক, অনুষ্ঠান, কার্টুন, ইভেন্ট, সংবাদ প্রচার করে আলোচিত হয়েছে। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে আছে প্রতিদিন বাংলায় ছোটদের প্রিয় কার্টুন ডোরেমন, প্রতিরাতের গানের অনুষ্ঠান এশিয়ান মিউজিক, প্রতিদিন টক শো- টি টাইম টি ব্রেক, প্রতিদিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান সিলভার স্ক্রিন, প্রতিদিন বাংলা জনপ্রিয় সিনেমা, সাপ্তাহিক আয়োজন আনন্দবার্তা, মুভিবাজার, ইয়াং স্টার, শুধু ভালোবাসা, সেদিন দুজনে, মিডিয়া ডায়ালগ, আদার ব্যাপারী, মিউজিক ওয়ার্ল্ড, স্টার অব দ্যা ওয়ার্ল্ড, ই ক্যাফে, মিউজিক্যাল মুভি, ক্লাব জংশন ইত্যাদি।

"
রিয়েলিটি শো স্টার ড্যান্স, স্টার কমেডি, বিজয় দিবসের ইভেন্ট বিজয় সন্ধ্যা ২০১৪, বিজিবি ইভেন্ট সীমান্ত সন্ধ্যা ২০১৫-সহ  আলোচিত নানা ইভেন্ট ও রিয়েলিটি শো আয়োজন করে এশিয়ান টিভি। এশিয়ান টিভিতে প্রচারিত আলোচিত ধারাবাহিক এর মাঝে রয়েছে ভালোবাসার কাহিনী, সেকেন্ড ইনিংস, কাঁচের ক্যানভাস, জীবন সংসার, নাটাই পাড়া বনাম ঘুড্ডি পাড়া, ময়না টিয়া, তুই কে আমার, ইয়েস ম্যাডাম নো স্যার প্রভৃতি।

দুই পর্বের উল্লেখযোগ্য নাটক বর্ণমালা যোদ্ধা, তবুও রাত কেটে যায়, কে তুমি প্রভৃতি। এছাড়া বিশেষ দিনে একক নাটক প্রচার করে এশিয়ান টিভি। জনপ্রিয় টক শো এর মধ্যে রয়েছে সমসাময়িক বিষয় নিয়ে নিউজ শো আনিস আলমগীরের উপস্থাপনায় টেবিল টক, এশিয়ান স্পোর্টস থার্টি, এশিয়ান বিজনেস থার্টি  ইত্যাদি।

"
এশিয়ান রেডিও ৯০.৮ এফএম তিন বছরের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো মধ্যে রয়েছে সাপ্তাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস, লুকিং ফর বউ, সখা তুমি কার। রম্য অনুষ্ঠান তেলেসমাতি, ভৌতিক গল্প আর অভিজ্ঞতার অনুষ্ঠান ভৌতিক ৯০.৮, সংগীত শিল্পীদের নিয়ে সরাসরি অনুষ্ঠান লেট নাইট ক্যাফে, প্রেম, ভালোবাসা ও শ্রোতাদের সরাসরি অংশগ্রহনে অনুষ্ঠান দি মামা শো। এছাড়াও প্রতিদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে এশিয়ান আড্ডা ও ক্যাম্পাস কম্পাস।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।