ভোট ডাকাতি আর জালিয়াতি বিএনপি ও জাতীয় পার্টির অভ্যাস


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

ভোট ডাকাতি আর জালিয়াতি সামরিক শাসনের মধ্যে ক্ষমতা দখল করা বিএনপি ও জাতীয় পার্টির অভ্যাস বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় সৈয়দ আশরাফুল ইসলাম এ মন্তব্য করেন।

গত পৌরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, সারাদেশে পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে আমারও উল্লাস আছে। কিন্তু ব্যথিত কয়েকটি কারণে। এ নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু বিষয় আমি কখনও মেনে নিতে পারবোনা।

কিশোরগঞ্জের বাজিতপুরে অনিয়ম কারচুপির ইঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, বাজিতপুরে আওয়ামী লীগের মেয়র নির্বাচন করে পরাজিত হলে এমন কি হতো? এতে কি সরকারের পতন হয়ে যেতো? এটা কোন অবস্থাতেই আওয়ামী লীগের আচরণের সঙ্গে যায়না।

অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কর্মীসভায় বক্তৃতা করেন, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি ও দিলারা বেগম আসমা এমপি।

নূর মোহাম্মদ/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।