ইমরানের মুখে ফের ভারতের প্রশংসা, চলে যাওয়ার পরামর্শ বিরোধীদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ০৯ এপ্রিল ২০২২
ছবি: সংগৃহীত

ক্ষমতা হারানোর প্রায় দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আবারও ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাম্প্রতিক রাজনৈতিক সংকট শুরুর পর থেকেই অবশ্য ভারত ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে পুরোনো অবস্থান বদলে ফেলেছেন ইমরান। তাদের নিয়ে প্রায়ই ভালো ভালো কথা বলছেন। শুক্রবারও (৮ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

টেলিভিশনে প্রচারিত ভাষণে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমি ভারতের প্রশংসা করি… তাদের সবসময়ই স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একই সময়ে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। আজ পাকিস্তানকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলা হয়। অথচ কোনো পরাশক্তির সাহস নেই ভারতের বিরুদ্ধে কথা বলার।

ইমরান খান বলেন, আমি ভারতকে অন্যদের চেয়ে বেশি চিনি। সেখানে আমার বন্ধু রয়েছে এবং আমি খুবই দুঃখিত যে, আরএসএসের কারণে এবং কাশ্মীরে তারা যা করে সে জন্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ভারতীয়রা খুবই আত্মমর্যাদাবোধ সম্পন্ন। কেউ তাদের নির্দেশ দিতে পারে না।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলো স্বাগত জানালেও এতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তার সমালোচকেরা। ইমরানের সাবেক স্ত্রী রেহাম খান টুইটারে বলেছেন, ভোটে আবার জিততে পারবেন না জেনেই কি তিনি (ইমরান) ভারতের পক্ষে প্রচারণা শুরু করেছেন? হঠাৎ করেই ‘আত্মমর্যাদাবোধ সম্পন্ন’!

বিরোধী দল পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, ইমরান খান যদি ভারতকে এতই পছন্দ করেন, তাহলে তার সেখানে স্থানান্তরিত হওয়া উচিত।

এর আগে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার এক উন্মুক্ত জনসমাবেশে ভারত ও ভারতীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গে একঝাঁক ইতিবাচক কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আমাদের প্রতিবেশী হিন্দুস্তানের বৈদেশিক নীতির প্রশংসা করতে চাই। ভারতের পররাষ্ট্রনীতি মুক্ত ও স্বাধীন এবং এর একমাত্র লক্ষ্য, নিজের জনগণের উন্নতি করা।

সেদিন হাজার হাজার সমর্থকের সামনে প্রধানমন্ত্রীকে ভারতের প্রশংসা করতে দেখে অবাক হয়েছেন পাকিস্তানের অনেক নেতাই। কারণ এই ইমরান খানই একসময় বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদীকে ‘হিটলার’ ও ‘নাৎসি নেতা’ বলে উপহাস করতেন। সেই তিনিই এমন সময়ে ভারতীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতির প্রশংসা করছেন, যখন তার সরকার পতনের দ্বারপ্রান্তে।

সূত্র: জিও টিভি, হিন্দুস্তান টাইমস

কেএএ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।