বাংলাদেশকে চ্যালেঞ্জ মানছেন আত্তাপাত্তু
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেটের হারের স্বাদ পেয়ে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও হেরে ঢাকায় পা রাখে তারা। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো বেশ চ্যালেঞ্জিং মনে করছেন জিম্বাবুয়ে দলে সদ্য ব্যাটিং পরামর্শক হিসাবে যোগ দেওয়া মারভান আত্তাপাত্তু।
শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের অনুশীলন শেষে আত্তাপাত্তু বলেন, ``এটা চ্যালেঞ্জিং, তবে আমরা খুব ভালো দল হিসাবে খেলছি। তারাও (বাংলাদেশ) ভাল পর্যায়ে রয়েছে, তারা সম্প্রতি অনেক টি-টোয়েন্টি খেলেছে, শুধুমাত্র বিপিএলেই নয়, জাতীয় দলেও এবং তাদের হারিয়েছে। তাই এটা খুব বড় চ্যালেঞ্জ।``
জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজের জন্য অন্তর্ভুক্ত হয়েছেন আত্তাপাত্তু। দলের প্রধান কোচ ডেভ হোয়াইটমোরের সঙ্গে কৌশলগত এবং প্রযুক্তিগত দিকগুলোতে সাহায্য করবেন তিনি। তবে এই স্বল্প সময়ে দলকে ভালো জায়গায় আনাকে দারুণ চ্যালেঞ্জিং মনে করছেন এই লঙ্কান। এই প্রসঙ্গে বলেন, ``১০ দিনে আমি অনেক কিছু করে ফেলতে পারবো না। আমি ডেভের সঙ্গে কাজ করছি, ওকে আমি অনেক বছর ধরে চিনি। ও প্রায় এক বছর যাবত জিম্বাবুয়ে দলের সঙ্গে রয়েছে। আশা করি দলকে সাহায্য করতে পারবো।``
আরটি/এমআর/পিআর