বেকার সমস্যা সমাধানের অনুরোধ


প্রকাশিত: ০২:৪২ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

বর্তমানে আমাদের দেশে যে সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে তা হচ্ছে ‘বেকার সমস্যা’। তাই এই সমস্যা দূর করতে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা অতীব জরুরি। তা না হলে একটি জাতি কখনোই উন্নয়নের শিখরে পৌঁছতে পারবে না।

এ জন্য দেশের সরকারকে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু পদক্ষেপ গ্রহণ করলে যে চলবে তা নয়; বরং এর যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। তাছাড়া বেকার সমস্যা সমাধান করতে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাদেরকে সুদমুক্ত জামানতবিহীন সহজশর্তে ঋণ দিতে হবে।

এছাড়া বেকার সমস্যা সমাধানে দেশের শিল্পপতিদের কিছু দায়িত্ব রয়েছে। কেননা তারা যদি শিল্পায়নে এগিয়ে আসেন, তাহলে বেকার সমস্যা দূর করা সম্ভব হবে। তাই বেকার সমস্যা সমাধানে দেশের সরকার ও শিল্পপতিদের এগিয়ে আশার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

লেখক: মাজগ্রাম, এনায়েতপুর, সিরাজগঞ্জ।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।