জাপা নেতার ওপর হামলা : সন্ত্রাসীদের গ্রেফতারে আল্টিমেটাম


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬

রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব ইয়াসীর আহাম্মেদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পার্টির সেন্ট্রাল রোড়ের কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিল শেষে পায়রা চত্বরে এক সমাবেশে এ আল্টিমেটাম দেয় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি।

সমাবেশে বক্তারা বলেন, রংপুরে দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। একের পর এক হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যদিয়ে সময় অতিবাহিত করছে নগরবাসী।

বক্তারা আরো বলেন, সারা দেশের মানুষ জানে রংপুর জাতীয় পার্টির দুর্গ। সেই দুর্গে জাতীয় পার্টির ত্যাগী নেতা ইয়াসীরকে প্রকাশ্য হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে জখম করা হয়। এ হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়াসীরের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে রংপুরকে অচল করে দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাপার সদস্য সচিব সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ছাত্রসমাজ নেতা নাজমুল হুদা লাভলু প্রমুখ।

প্রসঙ্গত, জুমার নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে তার বাবার কবর জিয়ারত করতে যান ইয়াসীর। জিয়ারত শেষে আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কররস্থানের সামনে দুর্বৃত্তরা তাকে মাথায় কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জিতু কবীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।