মেহেরপুরে টায়ার জ্বালিয়ে বাস্তুহারা লীগের বিক্ষোভ


প্রকাশিত: ১১:১৫ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

বাস্তুহারা লীগের এক সদস্যকে আটকের প্রতিবাদে মেহেরপুর শহরের চার রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সংগঠনটি। শুক্রবার দুপুরে জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করে নেতাকর্মীরা।

এ সময় মেহেরপুর-কুষ্টিয়া ও মুজিবনগর সড়কে প্রায় ঘণ্টাব্যাপী বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বীজ প্রত্যায়ন কেন্দ্রে (বিএডিসি) অফিসে সর্দ্দার নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বাস্তুহারা লীগের ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হঠাৎপাড়া এলাকার বিদ্যুৎ হোসেনকে আটক করে।

এ ব্যাপারে জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলী জানান, বিদ্যুৎ নামের বাস্তুহারা লীগের এক সদস্যকে শহরের চক্রপাড়া জামে মসজিদ এলাকা থেকে আটক করেছে পুলিশ। আর এরই প্রতিবাদে তাদের এ বিক্ষোভ।

আতিকুর রহমান টিটু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।